আদিম মানুষ


ধরা যাক দু হাজার বছর আগের সেই পৃথিবী,
একদল আদিম মানুষ।
যাদের দলে নারী, পুরুষ, যুবক, আর শিশুরা কোলে।
অনন্ত জমিনে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র খালি পা।
পুরুষদের দল ছুটে গেল নদী, নালায়, বনে জঙ্গলে,
খাবার খুঁজে নিতে।
নারীর স্পর্শে বুননে  হলো সংসার।
ভীষণ মমতায় মাথার উপর চাল, ঘরবাড়ি।
সেই দিগন্ত বিস্তৃত ফসলের জমি,
পাহাড়ের ঢাল,  বিশুদ্ধ জলের নদী।
সেখানে কারো মালিকানা নেই,
তেমন ভাবনা নেই, দখল নেই।
আইল নেই, দরজা, জানালা নেই।
কাঁটা তারের বেড়া, প্রাচীর নেই।
সেই মানুষ গুলো কখনো ভেবেছিল কি,
তাদের ভবিষ্যৎ সভ্য প্রজন্ম এই মাটিতে,
হাটু গেড়ে বসে, লাঠি সোঁটা,
লাঠিয়াল বাহিনী নিয়ে,
মাটির প্রতি ইঞ্চি ইঞ্চি করে,
হিস্যা গুনে গুনে নিবে?
তার জন্য রক্তের ধারায়,
শিমুলের মতো মাটি হবে লাল।
বেঁধে যাবে যুদ্ধ।
শিশু গুলো কেঁদে কেঁদে গম্ভীর করবে পৃথিবীর সুখ।
সেই আদিম মানুষগুলো যদি কারো মুখে,
কখনো আমাদের কথা শোনে?
যদি তারা আমাদের অসভ্য আর আদিম বলে,
গালি দিয়ে বসে? 
আমাদের জবাব থাকবে কি?


১৭/১০/২০