নষ্ট ডিমের মতো ফ্যাকাসে চাঁদের আলো,
মেঘগুলো ছেড়ে দেওয়া মেষের পালের মতো,
বিনদাস।
ঘুরে বেড়াচ্ছে আকাশে।
আমাদের নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই।
আমরা সূর্যের আগুনে পুড়ে পুড়ে তামাটে বর্ণ শরীরে,
আকাশের দিকে৷ তাঁকিয়ে থাকি।
রোজ রোজ মনে হয় বৃষ্টি আসুক,
আজ রাতে আসুক।
আমি বৃষ্টি ভিজে ভিজে,
পুড়ে ছারখার সমস্ত রন্দ্রে রন্দ্রে ডুবে নেবো বহুক্ষণ।
তুমি ও উড়ে যেতে চাচ্ছ, যাও,
বৃষ্টি উঠে গেছে আকাশে,
বাতাস উঠে গেছে আকাশে,
তুমি ও উড়ে যেতে চাচ্ছ যাও,
আমি আরও পুড়ে ছাই হবো,
তোমার আর সূর্যের তাতে কি?