তোমার চুলের খোপা খসে গেলে,
মেরামতে হাতটা বাড়াই।
উজাড় করে হৃদয় টা-রে,
চুলের বেনী যত্ন করে,
তোমার চুলে হাত ছোঁয়াই।
কই আমার হৃদয় খসে গেলে,
তোমার হাতটা  কই বাড়াও?
অগোছালো আমার হৃদয় টা-রে,
বে-নীর মতো কই গোছাও?
যেমন করে তোমার চুলের গোছায়,
আমি চোখ লাগিয়ে থাকি,
খস-লো কি না চুলের ভাজ,
সেই ভাবনায়,
কপালে ভাজ পুরিয়ে রাখি।
তেমন তুমি চোখ লাগাও কই?
আমার মতো।
আমার হৃদয় যখন দুঃখ তাপে।
চুলের গোছার মতো খসে পড়ে,
আমার হৃদয় তখন উষ্ণ খোঁজে,
তোমার হাতের ভাপে।