এখনো বেশ কানে বাজে


এখনো বেশ কানে বাজে,
যখন তুমি স্থাপিয়াছো আমার নাম,
তোমার হৃদয়ের সুরক্ষিত অঞ্চলে
খোদিত করেছিলে দেয়ালে দেয়ালে।
তোমার বন্ধ সব দরজা কপালে।
আসক্তি বাড়াতে তুমি পারঙ্গম ছিলে।
আমি মুগ্ধতায় ভরেছি।
হোক তা বাহানার চাতুর্য, মেকি মায়া,
বিভ্রম ছলে।
তোমার,
বিশুদ্ধ কথামালায়, চাহণী,আর,
তোমার চোখ বেয়ে ফোঁটা ফোটা অস্রু,
যেটা আমাকে প্রবল কম্পনে কম্পিত,
করে দেয় জীবনে সেই প্রথম।
পহেলা বার।
আমি ও কেঁদেছি, লজ্জা ভুলে,
ডুকরে উঠে কেন জানি বুক,
তুমি যখন বল আমায়,
"আমি যেন কভু ভুলে না যাই তোমাকে "।
আমি অশ্রু ঝরে ঝরে আজও,
সেই প্রতিশ্রুতি গাছে সিন্থন করি,
হররোজ, দিনে রাতে।
এখনো বেশ কানে বাজে,
আমৃত্যু রয়ে যাবে, তাবত ঝঞ্জা বুক পেতে নেবে,
ডালি ডালি প্রতিশ্রুতি মালা সেজে।
তুমি কথা রাখনি।
এখনো বেশ কানে বাজে।



২১/১/২০২০