তোমার ছবি আজ মুছে দিতে গিয়ে,
কেঁপে উঠে হাত,
একি করি আমি!
থেমে যাই হটাৎ।
তোমার লাবণ্য দেখার জন্য,
পথের ধারে কত বসে থাকা,
তোমাকে এক-দন্ড দেখার জন্য,
আমার নির্লজ্জ আবদার,
আমার জিদে জিদে তুমি অতিষ্ঠ হররোজ,
তাই একদিন তোমার সলজ্জ ঘোষণা,
ছবি দিব তোমায়।
কত খুশি হয়েছিলাম,
জানো?
কবিতার পাতায় এটা বলা অযাচিত,
শুধু ভেবে নাও তুমি,
সেটা কত খুশি ছিল।
এটা তোমার অনুমিত।
এরপর বিচ্ছেদ চলতে চলতে,
টাঙ্গানো ছবি যেটা তোমার,
বুকে আঁকা আমার।
নিতে ভুলে গেলে,
চলে যখন গেলে,
সেটা আজ মুছে দিতে গিয়ে,
কেঁপে উঠে বুক,
নির্বাসিতা হয়েছ জানি,
চোখের পলকে সম্পর্ক এখন,
করেছ অচেনা।
জন্মহীন কিছু বাহানার খোঁড়া ছলে,
কথা ছিলো না, তবু ভুলে গেলে।
সেই ছবি টা আজ মুছে দিতে গিয়ে,
আমি বিফল, ব্যর্থ ব্যর্থ ব্যর্থ।
এখনো কেন জানি ছবিটি তোমার,
টাঙ্গিয়ে রাখতে ইচ্ছে জাগে আমার।