খুঁজে খুঁজে নিতে যদি প্রহর হয় টলায়মান,
বিকেলের সূর্য যদি হয় টকটকে তীব্র ঘনো লাল।
তবে থাক আর খুঁজে নিতে হবে না,
যে দাঁড়িয়ে থাকছে এতকাল,
ছায়ার ছোঁয়াখানি মতো।
বিমর্ষ মুখ আর ফেরাতে হবে কেন?
খুঁজে নিতে হবে কেন আর,
সমর্পণ সেখানে হোক।
আত্মার অতুষ্টিতে তোমার কি লাভ?
জীবন তো আর মৃত্যুহীন নয়।