কবিদের মন বড্ড নড়েচড়ে, বড্ড নড়বড়ে,
স্থিরতা এসেছে কোন কালে, মন উড়ে,
আকাশের নীলাভে, ঘন মেঘ ক্ষণে ক্ষণে , বাতাসের ঝাপটায়,
নব্য প্রেয়সীর নীল শাড়ির আঁচলে নিজেকে হারায়।
কবিদের মন থেমেছে কোন কালে?
শিমুলের রক্তিম আভা খোঁজে, কোন এক নারীর স্পর্শহীন,
ঠোঁটের ফাঁকে ফাঁকে, দুই গালে, চিবুকে।
কল্পনায় নিত্য প্রেম, কালো তিল, কালো টিপ,
কালো চোখের পাতার প্রতি সেকেন্ডে উঠাবসা,
কালো মেঘ চুলের বাতাসের ঝাপটায়,
ঢেউ খেলানো, শব্দহীন, নৃত্যের মুগ্ধতায়।
কবিদের মন নড়েচড়ে, বড্ড নড়বড়ে।


কবিদের মন থেমেছে কোন কালে?
আজন্মকাল সংসারী হয়েছে কে বলে?
ঘরনী ত দিশেহারা কবির কল্পনায়, অগোছালো দৈনিক,
অনুভূতি গুলো সব কবিতার দখলে, প্রেম গুলো নিয়ত,
ভেসে বেড়ায় বাতাসে, নব্য প্রেমের অন্বেষণ।,
সদা তটস্থ ভঙ্গিতে নীরব বিক্ষোভ ঘরনীর,
প্রেমিক কবির চাহনি সামলাতে।
কবির মন নড়েচড়ে, নড়বড়ে,
ফুঁ  করে উড়ে যায়, কোন এক প্রান্তে,
নয়তো দেখ ডান হাত ছুতে গেছে অন্য এক  কপালে।