কতো দিন হলো মনে পড়ে?
শুনেছি দূর কোন এক পাহাড়ের বুকে,
একলা তোমার বাস।
আর কতকাল একলা রইবে বল,
অভিমান করে আমার মতো একটা সরল স্বভাবের,
মানুষের সাথে।
এমন ত তুমি নও নীরা।
কত জনম ধরে কথা নেই আমাদের ,
আমার উচাটন মন।
তোমার সাথে কথা বলার জন্য কতটা উদগ্রীব ,
কতটা ব্যাকুল হয়ে যাই,
এটা কি নতুন কিছু নীরা?
কতদিন আদরে ভরনি তুমি আমায়,
ওগো প্রিয়, সেই আদুরে ডাক।
পাহাড়ের বুকে থেকে থেকে, পাথরের মতো,
ভরেছ কি মন?
আমার সংশয় অহঃনিশি।
অভিমান ভুলে ফিরে ফিরে এসো,
নেমে এসো সমতলে,
যেখানে তুমি আমি মিলেছিলাম প্রনয়ের  ছলে।
কল্পনার রঙিন প্রচ্ছদে আঁকিব প্রেমগাথা,
যে প্রচ্ছদে জল-জল ভাসে জলছবি যেটা,
সেটা আর কেউ নয়,
শুধু তুমি।
নীরা।