খুব স্বপ্ন ছিল আমার, খুব সাধ গেথেছিলাম বুকে,
একদিন যেন নীরা তোমার পাশে বসি।
তুমি বড্ড সুন্দর, উজ্জ্বল দাতের ফাঁকে মিষ্টি হাসি,
নীরা চেয়েছিলাম, যেন পাশে বসি।
সোনালী কালো মেশানো চুল, সেই চুল বেয়ে,
টপটপ করে ঝরে পড়ে যে সুমিষ্ট গন্ধ, গন্ধ, গন্ধ, গন্ধ,
সেটা কুড়োতেই বড় সাধ, তাই তোমার পাশে বসি।
নীরা বলতেই আমি, ক্ষিপ্র হয়ে তার পাশে বসি,
প্রতিটি সেকেন্ড যেন অবলীলায় ক্ষয়ে না যায়,
অকারণে চলে না যায়,
বৃথা না থেকে যায়,
তাই তোমার পাশে বসি।
তোমার  নিঃশ্বাস প্রশ্বাস বেলীররুপ,
সুউচ্চ সৌন্দর্যের  দুটো বুক বেয়ে ভেসে আসা,
দুনিয়ার সবচেয়ে মোহনীয়, জাদুকরী  স্নিগ্ধতা।
জানি চিরকাল নিতে পারিনা,
তাই দুটো চোখ আমার প্রানভরে তোমার রুপের সুধা
করেছে পান, যেন বহুকাল তৃষ্ণার্ত না থাকে আর।
তাই নীরা তোমার পাশে বসি।
তুমি সুন্দর, তাই তোমার রুপ শুকে নিতে,
নীরা তোমার পাশে বসি।