সেই নীরার মতো  (১৯)


ইদানীং তুমি, অবুঝ হতে চলেছ দিনদিন, হর রোজ,
চোখের সামান্য আড়াল বা বিচ্যুতি হলে,
গভীরতম সংকট যেন তোমার আষ্টেপৃষ্ঠে ঘিরে ফেলে,
খুঁজে খুঁজে দেখ তখন তোমার আমার সুচনার দিনগুলি।
কতনা ছিল মধুর, প্রেমময়ী আর কল্পনার নৌবহরে,
আমি মাঝি, তুমি সওয়ার।
প্রেমনহরে আমাদের বিলাসী জীবন।
অন্তহীন সেই যাত্রায় তোমার আমার ক্লান্তিহীন,
প্রেম, আলিঙ্গন আর তেজীয়ান মিলন।
সব টাই ভুলে যাও তুমি স্মৃতিহীনার মতো।
মুহূর্তে এতদিনকার সব সুখস্মৃতি খুঁজে খুঁজে পাও শুধু,
মিথ্যা নামক এক অলক্ষী বস্তুর ভাণ্ডার,
এতটা অবুঝ হলে, চলে নীরা?
কত সহস্রবার আদুরে ডাকে সিক্তকরেছি তোমায়,
সেই সব আদুরে ডাক, দখলে রেখেছ এতকাল,
আজও তাহা অবিরাম, অবিচল, অবিচ্ছেদ্য,
ছুতে পারেনি, তুমি ছাড়া নীরা।
তবুও তোমার সংশয় অহঃনিশি,
মিথ্যা, মিথ্যা বলে আমাকে,
অপবাদে জড়িয়ে তোমার কি লাভ?
এতটা অবুঝ হলে, চলে নীরা?
অযথা একলা তুমি, অযথা তুমি একলা পথিক,
তোমার চলার পথে,  মুষ্টিবদ্ধ হাতের মুঠ,
ছেড়ে দাও অনামিকা,
আমার হাত দেখ কতটা ব্যাকুল,
তোমার অনামিকা ধরে, চলি বাকি পথ,
তুমি ভালো নেই,
আমি অবুঝ।
আমার ব্যাকরণে তোমার অসুখ নেই,
তোমার ক্লান্তি নেই, তোমার বিস্রাম নেই।
আমি যে উদগ্রীব প্রেমিক,
তুমি ত জানো নীরা।
তবে কেন এতটা অবুঝ তুমি?
নীরা?