অপ্রেমী স্বাধীনতা


স্বাধীনতা দিনে দিনে অপ্রেমী  হয়ে যাচ্ছো।
তোমাকে ভালোবাসার কথা বল্লে,
বুকের ভিতর আর উন্মাদনা আসে না।
শরীরের লোম গুলো দাঁড়িয়ে যায় না।
রক্তের মধ্যে আগুন জ্বলে উঠে না।
দেশপ্রেমিক মানুষ গুলো মুখ ঘুরে বসে,
অভিনয় শিল্পীর মতো রং চং মেখে,
শুধু লোক দেখানো, ভালোবাস তে পারেনা।
লোভহীন মানুষ গুলো কেমন জানি,
তোমাকে দেখে ঠোঁটের আগায় বিদ্রুপের হাসি হাসে।
ধান্দা বাজ দেশপ্রেমিক গুলো কি আহ্লাদে,
তোমার স্মৃতিস্তম্ভ জুড়ে,
তোমার নগ্ন পদে ফুলের বাগিচা সাজায়।
আমি কিন্তু তা পারিনা।
অপ্রেমী বালিকার মতো,
তোমাকে ভালোবাসতে পারিনা।
স্বাধীনতা তোমার বুকে আর প্রেম খুঁজে পাইনা।


১৫/৮/২০২০