অশুদ্ধ শব্দে বিশুদ্ধ ভালোবাসি


তোমাকে ভালোবাসতে গিয়ে অজস্রবার,
আহ্লাদে।
ছন্দের গরমিল করে বসি ,
প্রায়ইশ বানানে শখ করে ভুল করে ফেলি
চন্দ্রবিন্দু, দাড়ি, কমা,ড্যাস,
আর সেমিকোলন, রেফ অযথাই মনে হয়,
এতো সাজুগুজু আমার ভীষণ অপছন্দ।
এতোটা আলংকারিক না হলে নয়?
তোমাকে ভালোবাসতে এতো গানিতিক সূত্রের
মেঠো পথ ধরে হিসাব কষে কষে,
হাটতে হবে কেন?
তাই সেপথে হাটিনা তেমন।
তোমাকে ভালো বাসতে গেলে অভিধান কেন আসে?
আমার  সব কথা গুলো এলোকেশী বালিকার,
চিরুনি না চালানো যত্নহীন উড়ো চুলের মতো।
আমার ভালো বাসার শব্দগুলো কৃত্তিম নয়,
রং চং মাখা নয়,
কিন্তু বিশুদ্ধতায় পরিপূর্ণ।
আমার শব্দের আদ্যক্ষর দেখেই,
সারা শব্দকোষ, অভিধান, গদ্য না পদ্য,
তুমি নিমিষেই সব আয়ত্ত করে নাও,
কই কখনো তো প্রশ্ন করে বলোনি,
একটা চন্দ্রবিন্দুর জন্য,
একটা হাইফেন দেইনি বলে,
কই কখনো তো চোখ রাঙ্গিয়ে বলোনি,
কি সব ছাইপাশ লিখছো?
আমার প্রেমের ক্ষত  তুমি খুজে পাও?
জানি কখনো পাওনি।
তোমার কপালের টিপ খসে পড়েছে বলে,
আমার শব্দের কপালে আর চন্দ্রবিন্দু দেইনি।
তোমাকে আমি বে হিসেবি ভালো বাসি,
তাই হয়তো আমার শব্দের বিন্যাস,
তোমার এলোমেলো মনে হয়নি।


১৭/৮/২০