অতটুকু ছোঁয়া দিলে হয়?
অবুজ মেয়ে।
ভিতরে খানখান শুকনো হয়ে আছে,
বহুদিন ভালোবাসা না পেয়ে পেয়ে,
হৃদয়ের পলেস্তরার প্রাচীর,
খসে পড়ছে ঝুরঝুর বালু।
এতো কম ছোয়া গভীরে গিয়ে হল্লা জলের মতো,
ডুবে ডুবে পুষ্ট করছে না অঞ্চল।
এতো কম ছোঁয়া দিলে কি আমার ভিতর ভরে?
এমন তো অনেকেই পারে।
তুমি অবুঝ মেয়ে।
তুমি আরও গভীর ছুঁয়ে দাও,
টইটম্বুর হয়ে উঠি যেন,
আমি তো ভেবেছিলাম,
সাধারণ নও।
অতঃপর তোমাকে হইচই ফেলে ভালোবেসেছিলাম।