সব পরীক্ষাই  তো উঠে যাচ্ছে দিনদিন,
পরীক্ষা না দিয়েই এম এল এ পাশ।
সংসদ কাঁপিয়ে তুলছে রোজ দু হাতে।
পরীক্ষা ছাড়াই সনদের জমেছে পাহাড়,
যেন হিমালয়ের চুড়া ছুঁইছুঁই।
পরীক্ষার খাতা  আরেক জন লিখছে,
এস পি বাহিরে চুমুকে ব্যস্ত কাপে,
পাশের তালিকায় এস পি ফার্স্ট।
রেলের চাকরি নাকি এভাবেই হলো,
পরীক্ষা না দিয়ে ক্লাসের নিয়মিত ফেল করা ছাত্র টা,
আজ বড়ো অফিসার।
পরীক্ষা না দিয়ে যদি,
তাদের  হাতের কব্জায় দেশ চলে আসে,
তাদের  হুকুমে বাঘে ছাগলে এক ঘাটে খায় জল।
তবে আমার বেলায় এতো নিয়ম কেন?
বালকের মতো রোজ রোজ তোমার  পাঠোদ্ধার করি,
ছুতো পেলেই একগাদা প্রশ্ন হাতে তুলে দিয়ে,
অংকের স্যারের মতো বড়ো চোখে,
পরীক্ষা দিতে বলো।
তোমার পরীক্ষায় স্টার  মার্কস পেতে হয়,
সেখানে প্রশ্নের জবাব ভুল করা পাপ।
পরীক্ষা না দিয়ে কোটি মানুষকে শাসন করা যায়,
কিন্তু পরীক্ষা না দিয়ে তোমার কপাল স্পর্শ করাও দায়।
তোমাকে পেতে হলে পরীক্ষা দেওয়ার নিয়মটা,
কখনো তুলে দেওয়া যায়?