প্রণয়ে


লতিফুর রহমান





(বাইশ বর্ণ, বাইশ লাইনে লেখার একটা অন্তিম চেষ্টা)


কি প্রণয়ে প্রিয় বাধিলে বল, আমার চঞ্চলা দিলে রুখে
অচেনা এখন ভেবে পাই আপনারে, হাসি মোর গেছে উবে
এখন ত রোজ রোজ ভুলে যাই, নিয়ত যা এসেছিল মুখে,
তুমি এসে সব এখন ঠিকানা হীন, দখল নিয়েছ বুকে।
ঘুম হারালেই তুমি এসে ডাক আমায়, ঘুমের রাজ্যে আছ,
তোমার হাতে ধরে  গগনে ভাসি, আমার সপ্ন মধুময়।
বালিশের পড়শী মিটমিট, খিলখিল হাসিতে মরে যায়,
বালিশে আমার থেকে থেকে চুমু গুলো নাকি তার ঠোঁটে যায়,?
যায় যায়, প্রণয়ে বেধেছ বলেই ত যায়, উড়ে উড়ে যায়,
নয়তো কেন প্রাণ আমার বুক ছেড়ে তোমার বুকেই রয়।
কত ভাবনা আজ এলোমেলো, সব কাজ যাচ্ছি সব ভুলে,
যখনি ভাবি, কিছু না হয় কম ভাবি তব বুজি বেড়ে যায়,
কি প্রণয়ে প্রিয় বাধিলে বল, আমার ভাবনা  তব হারায়।
কতবার যে প্রিয় পড় তুমি মনে, অন্তহীন তা নিকাশে,
বুকে তুমি এসেছ যেদিন, প্রিয় ভার বেড়ে গেছে  নিঃশ্বাসে।
এই যে এখন কত একলা চলি, চঞ্চলা নিয়েছ কেড়ে,
দিন শেষে তব প্রিয় এসো যদি, আমার হৃদয় দাও ভরে।
কত লাঞ্ছনা করিছে রঞ্জিত, শুধু ভালো বেসেছি বলে,
ক্ষনে ক্ষনেই উথলা হই প্রিয় শুধু দেখিবার কত ছলে।
আমি জানি প্রিয় কিছু অশনি ত তোমার ও পিছে আছে লেগে,
সব অশনি তুমি ছেড়েছ তব ভুলে, ভালো যে বেসেছ বলে,
যে প্রণয়ে বেধেছ প্রিয়, আমি ও বেধে দেই প্রেম তোমা গলে।