কাল সারারাত একটুও ঘুম হয়নি, একমুঠো ও হয়নি,
নির্ঘুম কেটেছে।
আমার পেন্ডুলামের বেল টার সাথে সাথে,
আমার ভিতর টা খঁটখঁট করে কেঁপেছে।
কখনো কখনো ঘুম গুলো বড্ড বেহেলাপনায় মেতে যায়,
জানিনা কোন নর্তকীর বুকে নিজেকে হারায়।


ঘুম ত আসে কই, শত শত ভাবনা গুলো শুধু মনের ভিতরে ঘুরছে,
আজ যেন ছুটি পেয়ে, কি উল্লাসে মেতে আমার চোঁ খে ঘুরছে।
বিছানায় শুয়ে এপাশ, ওপাশ অস্থিরতায় কেড়ে নিচ্ছে যেন সুখ,
ঘুম নেই কোন খবরে, শুধু চোঁ খে আমার ভাবনার মুখ।


রাত্রি আর কিছুটা বুজি বাকি, কিছুটা পরেই ত আজান আসবে,
তবে বুজি আজ নির্ঘুম? ঘুম আজ আমায় ছাড়ছে।
বাহিরে বড্ড নিসর্গ, নিস্তব্ধতা, কে নেই ঘুমিয়ে শুধু আমি ছাড়া,
সুখ নেই, তাই ঘুম নেই বুজি, আমি যেন ছন্নছাড়া।


খুব একা লেগেছে আমার, পায়চারী করেছি বারবার,
সেও ত কি আর জেগে আছে? আহা জেগে থাকলে কত ভালো হতো,
বাকী টুকু রাত, কথা না হয় চলত,
ভেবেছিলাম বহুবার।


না না তা কেন হবে, মাইগ্রেনের বিষম বিষে সে বড্ড নাকাল,
তার ঘুমানো বড্ড দরকার , নয়তো চোখের নিচে জমবে কালো
আমি না হয় ঘুমিয়ে নিবো, পরসু  নয়ত কাল।