রেখে দেব গোপন


লতিফুর রহমান



কতটা উদগ্রীব হয়ে আছি,
কতটা বেদনাতুর আমার জীবন,
অপেক্ষায় থেকে থেকে চক্ষুশূল,
এখন বড় হয় আফসোস,
অবিচার ছিল সব বুঝি,
নয়তো তোমার নিস্তব্ধতা কেন?
দুটো হাত দুটো ঠোঁটে?
সেটাই বড় ভুল।
বড় ভুল।
আমারো তো রয়েছিলো কিছু অভিযোগ, অভিমান,
আমার সব অভিযোগ, অভিমান,
এখন বেদনার বাক্স বন্দী।
রয়ে যাক সেটা গুপ্ত।
সব ভুলে যাওয়ার অপেক্ষা কত আমার,
শুধু ছুয়ে দেখ একটি বার।
তোমার কি ফিরে আসা উচিত নয়?


তোমাকে ক্ষমা করার জন্য আমার নিত্য অপেক্ষা, অহঃনিশি,
সেই সুযোগ কবে দিবে বল?
ভুল করে একবার ছুয়ে দেখ,
ঘুমন্ত প্রান, কিভাবে উঠে বাচিঁ।
তোমার কি একবার ছুয়ে দেখা উচিত নয়?
ভুল করে না হয় ফিরে ফিরে আসো,
কেউ জানবে না  সেটা,
রেখে দেব গোপন।