যে মানুষ টা দোদন্ড প্রতাপশালী,
সকাল থেকে রাত অব্দি ছড়ি ঘোরাচ্ছে শাসনের,
ক্ষমতার কিংবা বৈভবের।
যার চোখের ঈশান কোণে একবার মেঘ জমলে,
শীতের পাতা ঝড়া গাছের মতো,
কতক অভাগা মানুষের মুহূর্তেই জীবন জীবিকা,
ঝিরিঝিরি  করে আছড়ে পড়ে মরা পাতার মতো।
যে মানুষের আপদস্তক অহংকার আর ঈর্ষার,
আস্তিনে মোড়ানো আত্মার সমস্ত দেয়াল।
এই মানুষ টা তার ঈশ্বরের মুখোমুখি হলো,
অবনতমস্তক, শব্দহীন, দুহাত অগ্রে ভিক্ষা প্রত্যাশী
অবিকল।
অথচ এই মানুষের প্রতাপে জবুথবু হয়ে থাকতে হয় সবাইকে।
সেও বুঝতে পারে ঈশ্বর কত ক্ষমতাবান সম্পদশালী।
আর সে অপরাধী, তুচ্ছ আর লজ্জিত।
লোকটা যতবার উপাসনালয় থেকে ফিরে আসে,
ততবারই সে স্বরুপে ফিরে আসে।
ঈশ্বর এই মানুষ টা কে এখন অভিশাপ দেয়,
আর লোকটা আরও তত বেশি ঈশ্বরের মতো ,
নিজেকে ভাবতে থাকে।
মানুষ এই লোকটাকে অলক্ষ্যে শয়তান বলে।