বহুদিন ধরে আমরা কেউ কারো সাথে কথা বলছিনা।
এরপর রোজ রোজ কথা না বলা একটা করে দিন,
একটা করে রাত, একটা করে সকাল।
বিতৃস্নার সঞ্চয় জমে জমে সঞ্চয় বান হয়েছি খুব।
একটা সময় খুব খরুচে ছিলাম।
ভীষণ অগোছালো, অমিতব্যয়ী আর অজস্র উদাসীন।
তারপর একদিন।
ভীষণ রকমের উপকার করার জন্য,
একগাঁদা অভিযোগ হাতে নিয়ে এলে।
এরপর আর কখনো আমরা কেউ কথা বলিনা,
তারপর রোজ রোজ দিন গুলো জমে জমে,
হচ্ছে সপ্তাহ, হচ্ছে মাস, হচ্ছে বছর।
আমি বেশ ভালো আছি,
তোমার জন্য আজ আমি,
কথা জমিয়ে রেখে রেখে,
জগতের সবচে ধনী,
আর সুখী।