তোমার শহরের সব রাস্তায় আনাগোনা এখন নতুন পায়ের ছাপ।
শপিং মলে আর ক্যাফেতে নতুন মুখের টইটম্বুর ভীড়।
অথচ আমি নেই।
আর আমার শহর ভীড় শুন্য করেছি তোমার জন্য,
মোড়ে মোড়ে ব্যরিকেট, লাল বাতির ইলেক্ট্রনিক ট্রাফিক  সিগন্যাল।
আমার শহরে কেউ পা রাখতেই জেরবার, জবরদস্তি।
অঘোষিত কারফিউ।
তোমার জন্য।
আজ শহর আমার পড়ে আছে শুন্য পথিক,
আর তোমার শহরে আমার মুখের ছবি নেই।