তুমি গোলাপের মতো হতে পারোনি



আমার বাগানে একটা লাল টুকটুকে গোলাপ ফুটেছে,
তার মুখোমুখি হাটু গেড়ে বসি, নাসিকায় শুষে নেই ঘ্রাণ,
আমার মতো আরও কতজন শুষে নিলো তারে,
কই ঘ্রাণের আকাল তো পড়েনি, গোলাপের বুক জুড়ে।
গোলাপ তো বলেনি, কাছে যেন না যাই,
শুষে যেন না নেই রুপ, যে  গন্ধ শুকাতে গেছিল তারে।
আর তুমি তো গোলাপের পাপড়ি ধারেও নেই,
তোমার ঘ্রাণ শুকাতে গেলে,
অজস্র বাধায় বাঁধো মোরে,
একরাশ সংকীর্ণতা, বাধা নিষেধ, নিয়মের তকমা জুড়ে,
আমাকে নিয়ত দূরবর্তী কর তুমি।
শুধু কি তাই?
তোমাকে ভালোবাসি বলেছি বলে,
পরম শত্রুর মতো, তালিকায় টুকে রেখেছ নাম,
কেউ আছে গোলাপকে ভালোবাসেনি?
গোলাপ তো তোমার মতো বলেনি , ফিরিয়ে দেয়নি।
যেভাবে তুমি প্রত্যাখ্যাত করেছ বারেবারে।
তুমি গোলাপের মতো নও,
গোলাপ হতে পারোনি।


৪/৪/২০২০