আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছি,একটি হৃদয় দেয়ালে।
যেখানে আঁকা, আকাশ সমগ্র-এক মহাবিশ্ব।


ভুল খেয়ালে;
ছায়াপথে হেঁটে আসা হৃদয়টি-
যদি এক পৃথিবী সমান বড় নাই-বা হবে,
তবে সে কিসের হৃদয়!


খেয়ে ফেলেছ নাকি?
মিথ্যেবাদী,
হৃদয় খেকো মানুষ কোথাকার!


তাই তো এ অসময়ে-
হৃদয়হীনদের আড্ডা জমেছে,
শান্ত পৃথ্বী’র উঠোন জুড়ে।


রচনাকালঃ ২৯/০৫/২০১৭