স্বপ্ন গুলো অতবড় নয়
সামান্য, অতি অনিবার্য, প্রতিক্রিয়াহীন-
খানিক ধূসর রঙের।


দামটাও বেশি না,
স্কেচবুক - কাঠপেন্সিল,
কিংবা শখের বুক শেল্ফ যতটা
ঠিক ততটাই।


হঠাৎ একপেশে উড়োচিঠি-
অথবা এলোমেলো মন,
বৃষ্টি ভেজা ফুটপাত ধরে বহুক্ষণ হেঁটে
শেষ বিকেলে-
মেঘের কান্না শুনে লিখলাম,


সুখী কাব্যের ছোট্ট চিরকুট-
'অতবড় স্বপ্ন চাইনি কোনদিন, যেখানে-
মুগ্ধ করা মন রবে, ভীষণ অনুভূতিহীন।'


জানো তো!
স্বপ্ন গুলো অতবড় নয়-
সামান্য, অতি অনিবার্য, প্রতিক্রিয়াহীন।


তবু থাক স্বপ্ন কিছু,
কি সামান্য, কি অতি অনিবার্য...
হয়তো খুব সাধারণ, জীবন-অসম্ভবে
ধুলোয় ধূসর অসাধারণ, মনে-অনুভবে।


রচনাকালঃ ১৮/০৯/২০২০