- তুমি এখন কোথায় আছো?
কারাগারে।
- কারাগারে মানে?
কারাগারে মানে কড়া-নাড়ে...
বন্ধ দরজায় বেরসিক সময়,
ঠকঠক ঠকঠক...
এখানে দরজা ভীষণ ছোট।
কেবল টিকিট কেটে প্রবেশপথ।
বাহিরে যাওয়ার পথটি
যেন সরল অংকের গোলকধাঁধা।


- হ্যালো! হেয়ালি রেখে দয়াকরে বলবে কি
- তুমি কোথায় আছো?
একবাক্যে বলছি, হারিয়ে গেছি।
- হারিয়ে গেছি মানে?
হারিয়ে গেছি মানে হারিয়ে ফেলেছি...
ধোঁয়া ওঠা করপোরেট চায়ের কাপে,
যেখানে বসে কখনো আকাশ দেখা যায় না।


আজকাল আমার চোখ জোড়ায়
যে স্বপ্নের আনাগোনা,
আমার মনে বলে-তা অন্যকারো।
কি নান্দনিক চরিত্রে অভিনয়!!!
যাকগে বাদ দাও আমার কথা।
এবার বলো কেমন চলছে তোমার?
নিয়মকরে সম্মিলিত অভিনয়টা কতদূর এগিয়ে নিলে???
আমার জানা মতে,
সবাইতো এখন সুন্দর মানুষ,
শুধু চোখ দু'টি হতাশ।
সোস্যাল মিডিয়ার চার দেয়লে বন্দী
কি বিস্ময়কর সুখী !!!


রচনাকালঃ ০১/০৮/২০২২


কবি কথনঃ যান্ত্রিক এই দুর্বিষহ নগর জীবনে আমরা  হারিয়ে গেছি বহুদিন আগে। সময় আটকে রুটিন করা জীবন থেকে পালানোটা সহজ নয় বৈকি, সাথে থাকে  অভিনয়ে রাঙানো সোস্যাল হবার চেষ্টার নিরর্থক ব্যস্ততা ।