প্রতিভা ডাকে আমায়
বিশ্ব দরবারে দাঁড়াতে
নই আমি ব্যর্থ পথের পথিক
মন ছুটছে সাফল্যের পিছনে।
প্রতিভা ডাকে আমায়
নিজেকে বিকশিত করতে
সত্য পথের সন্ধানে
মন চাইছে হারাতে।
প্রতিভা ডাকে আমায়
এই স্বাধীন বাংলার ইতিহাসে
১৯৭১ এ এক মহাযুদ্ধের বিনিময়ে
ছিনিয়ে নিয়েছি সোনার দেশ বাংলাদেশ নামে।
প্রতিভা ডাকে আমায়
সব ভয় পিছনে ফেলে
বিধাতার দেয়া শক্তি নিয়ে
সপ্ন নিয়ে এগিয়ে যেতে সামনে।
প্রতিভা ডাকে আমায়
আলোকিত মানুষ হতে
জ্ঞান আহরণ করে
নিজেকে প্রকাশ করতে।