এসো সময়ের দাবী মেটাই
জ্যোৎস্না রাতের পথ ধরে
যেখানে হারিয়েছে পথ
লোকালয় থমকে আছে
পথের বিষণ্ণতায়।
ঝর্নার কলকল ধ্বনি করছে
আহবান,  চল আজ ভিজি
একরাশ দৈব্য কুয়াশার মিছিলে।
যেখানে তরুলতার শ্যামল প্রান্তর
রুক্ষ হয়ে মরু সাজিয়েছে বাসর
ক্লান্ত পথিক থামিয়েছে যাত্রা
ভূত-পেত্নির অরুচিতে
শুকিয়ে গেছে শেওলা,
মশা-মাছির দল যেখানে ফিরেও তাকায় না
সেখানে বাড়িয়েছি হাত
এক নতুন পৃথিবীর হাতছানিতে
তবে এসো সময়ের দাবী মেটাই
সময়ের প্রয়োজনে
অপার মুগ্ধতায় হারিয়ে যেতে....