শতাব্দী বয়ে যাবে কত শত!
শত কোটি মানুষের চিহ্ন মুছে দিবে সময়ের ধুলো!
ছায়ার পাহারায় জেগে রবে বেচেঁ থাকার যুদ্ধ
মরে যাবার তাড়া
তবুও বেচেঁ থাকি।
নিঃশ্বাস খুঁজে ফিরে এতটুকু যন্ত্রণা
ফিরে ফিরে যাই
বেচেঁ থাকার পথে
শুধুই মরবো বলে।
প্রতিদিনিতো মরি বেচেঁ আছি বলে
প্রতিদিনি বাচঁতে হয় মরে যাবার তরে।
প্রশ্নগুলো প্রশ্নই থাকে
সময়ের খেলায়,
জীবনের কাছে করি দাবী "সব চাওয়া"
জীবন! সেকি সব দায় তার!
যত খেলা আছে, সাঙ্গ হবে সব
যত আয়োজন পাওয়া আর না পাওয়া....