যে আবেগের কাজলে রাঙিয়েছ ওই
ভাবনার চোখের দরিয়ায়
তার ভাষা আমি বুঝিনা।
আমার ভাবনার যত মেঘ তা কেবল
অশান্ত মেঘের এক ঝড় ঘনঘটা
প্রবল বজ্রপাতের এক নেশাতুর  রক্ত লেলিহানের উদ্দাম ছুটোছুটি।
তবু কিছু বলেনা তোমার ওই নির্দয় দুটি চোখ,
যার পলকের অপেক্ষায় চেয়ে থাকে আমার মুক্তি।
কি দিয়ে সৃষ্টিকর্তা বানিয়েছে ওই দুটি চোখ?
কিছু না বলেও বলে যায় অনেক কথা
কি শাণ তোমার দুটি চোখের দৃষ্টিতে?
যেন শাষণ করেই চলে
আর আমি শোষিত হতেই থাকি ভালোলাগার এই গোলক ধাঁধাঁয়
যার কোন স্পর্শতা নেই,  আছে কেবন এক না পাওয়ার এক শ্রান্ত দীর্ঘশ্বাস
অবোধের মত নিষ্ঠুর পরিচয়ে...
তবুও ভালোবাসি ওই দুটি চোখ তোমার নিজের থেকে বেশি ঠিক পরগাছার মত যতটা আকড়ে ধরা যায়...