তোমার যা অভাব আছে
ঘোচাতে হৃদয় বাতায়ন,
উড়িতে চেয়ে পাখা মেলে
শেকলের বাঁধন।


হৃদয়ের দুয়ার শুনশান নিরবতা
মনের মন্দিরে পূজা,
কি দিয়ে বুঝাবে কারে
গহীন অন্ধকারের নিরবতা।


পথের ধুলোয় স্বপ্ন মিলায়
চোখের নদে হা-হাকের ঢেউ,
তোমার ভেতর কিসের ব্যাথা
কোনোদিনো বুঝবেনা তা কেউ।


তবুও তুমি তোমার মত
তোমার চলা পথে,
খাও-দাও বেঁচে থাকো
মিথ্যে সান্ত্বনাতে।


তোমার সেই যন্ত্রণাতে
যত দীর্ঘশ্বাস,
পাখা মেলুক স্বপ্ন দেখুক
স্বপ্নতে তুমি পরবাস.....