এসো হে সুখ
একটু স্বস্তির আনন্দে,
অর্থ নয়, প্রাচুর্য নয়
জীবনের সব প্রাপ্তি একটু ভালবাসাতে।
যতটা মসৃন পথ, যতটা বন্দুর
অভাবে, অভিযোগে, ক্লান্ত সময়ের রেষারেষি
তবুও থেকে যায় কিছু চাওয়া
একসাথে সময়ের পথে
জীবনের লেনদেন।
একদিন  থাকবেনা এই যৌবন
আয়োজনের মর্ত হবে
ক্লান্ত অবিসার,
জীবনের পথে বয়ে চলবে
শুকনো নদীর চর,
ক্ষীণ আলোয় ছটফটানি
চাওয়া-পাওয়ার প্রদীপ
বিদায়ের অপেক্ষায়,
উৎসবের দরজা বন্ধ
জীবনের শেষ অধ্যায়।
তবুও যখন থাকবে পাশে
ক্লান্ত পথে হে প্রিয়তম!
স্বস্তি আমার এতটুকুই
জীবনের শাশ্বত অর্জন।
সময়ের স্রোতে
আমি-তুমি অবাঞ্ছিত
এটাইতো সময়ের দাবী,
তখনো তোমার পাশে আমি
আর আমার পাশে তুমি।
ভাজ পরা চামরায় তোমার  আঙুল
যখন ছুবে আমায়
ঝাপসা চোখে, আফছা আলোয়
দেখবো তোমায়
ও হৃদয়ের বর,
কোন দুঃখ থাকবে আর
এইতো জীবনে সব অর্জন
আর মিথ্যা যত অহংকার,
আর কোন চাওয়া নেই
সার্থক জনম আমার......