মা আমার মায়াময়ী
জগৎ তার জুড়ে ছায়া
হৃদয় তার কুসুম-কোমল
ভালোবাসার কায়া।


বাবা আমার শ্রেষ্ঠ পুরুষ
এই জগতের তরে,
হাসি-কান্নায় সবখানে
রয়েছে সে স্বত্তা জুড়ে।


মায়ের গর্বে জন্মেছি আমি
বাবার ভালোবাসায়,
জীবন যৌবন নষ্ঠ করে
শুধু মোদের বেঁচে থাকার আশায়।


যত স্বপ্ন আমাদের নিয়ে
নিজের বলতে তাদের কিছু নাই,
তারা হলো স্বর্গস্থান
স্বর্গে আমাদের ঠাই।


জন্মেছিলাম যখন আমি
বাঁচার ছিল কি কোন আশা?
যদি না পেতাম আমি
মা বাবা তোমার ভালোবাসা?


জন্মের পর ঘুমায়নি মা
কত রাত ভরে,
কত কি না করেন বাবা
সন্তানের হাসি মুখের তরে।


কষ্ট কি বুঝতে চায়না
হোকনা যত রোগ,
দিনরাত খেটে মরে
কিনতে সন্তানের সুখ।


ক্লান্তি নেই তাদের কোন
দেখলে ছেলে-মেয়ের হাসি
সন্তান আমরা শুধুমাত্র
প্রয়োজনে তাদের ভালোবাসি।


ঘর থেকে ছুটি যখন
দূর বহু দূরে,
খাওয়া-দাওয়া ছেড়ে
মা-বাবা চিন্তা করে মরে।


নিজেদের আমারা ভালোবাসিনা
তারা যতটা বাসে,
সন্তান আমরা ব্যস্ত মানুষ
থাকিনা তাদের পাশে।


ছেলে মেয়ের অসুখ হলে
মা-বাবা ঘুম ছাড়া চোখে,
খাবার-দাবার হারাম করে
সন্তানের রোগ ব্যাথার শোকে।


রোদের মধ্যে ছায়া আসে
কাজের বেলায় ভাবলে ছেলে-মেয়ের কথা,
সন্তানের প্রয়োজনে পালিয়ে যায়
মা-বাবার যত শরীর ব্যথা।


প্রতিদান চায়না কোন
শুধু দু আ মোদের জন্য,
সন্তান সুখী হলেই
তাতেই জীবন তাদের ধন্য।


সন্তানের প্রয়োজনের সময়
আস্তে আস্তে যখন হয় পার,
ফেলে আসা সময় সন্তানেরা মনে
রাখেনা আর।


সময়ের সাথে বেড়ে উঠে
ভিন্ন রকমের সাথী,
পিতা-মাতা পর করে
এই সে সন্তান জাতি।


এক জীবনে সময় ভেদে
ধরছো ভিন্ন গান,
সবুর কর দুদিন পরে
তোমার ঘরে আসবে "নয়নের মনি" সন্তান।


তাদের জন্য করবে তুমি
বেঁচে থাকার কত আয়োজন,
তারাও তোমায় বাসবে ভালো
থাকতে তাদের প্রয়োজন।


তাদের জন্য আনতে চাইবে
দূর আকাশের চাঁদ,
মা-বাবার ভালোবাসায় তখন
পাবে না কোন স্বাদ।


মা-বাবা বৃদ্ধ মানুষ
থাকবে সদা ঘরে,
দু হাত তুলে করবে দু আ
সবল থাকতে যেন তারা মরে।


যে মা-বাবা তোমার
মলমূত্র পরিষ্কার করেছে সহ্য করে গন্ধ,
সেই সন্তান আজ পিতা তুমি
সন্তানের ভালোবাসায় অন্ধ!


হাজার টাকা করবে খরচ
সন্তানকে করতে ভালো ছাত্র-ছাত্রী
ভুলে যেওনা তুমি কিন্তু
তোমার পিতা-মাতা পথের যাত্রী.....