যদি তুমি আকাশ হতে, ফানুস হতাম আমি।
ইচ্ছে আছে, হারিয়ে যাওয়ার, তোমার মাঝে আমার।
আগুন দিয়ে জ্বালিয়ে দিত, উড়িয়ে দিত আমায়।
উড়তে হবে উড়তে হবে, সময় নেই থামার।।


বুকের মধ্যে জ্বলছে অগুণ দপদপিয়ে তাঁরই-
কলঙ্ক তাঁর দাগিয়ে শিখা, দিচ্ছে সূদুর পাড়ি।।
হারিয়ে গেছি  হারিয়ে গেলাম হারিয়ে যাব আমি।
আমার নিজের ছোট্ট বাড়ি ছোট্ট শহর ছাড়ি।


ছোট্ট শিখা হঠাত করে ছাড়িয়ে গেলে সীমা,
জ্বালিয়ে দেবে পরান পাখি, জ্বালিয়ে দেবে জামা।
যখন সবে তোমার শুরু, শেষের দিকে আমার,
যদিও আমি থামতে চাইনা,
সুযোগও নেই থামার।।