আমি যদি আজ আবারও কলম ধরি,
আবারও যদি ফিরে যাই সেই বছর চারেক আগে,
তবে কি সমাজ সুযোগ দেবে
সেই পুড়ে যাওয়া স্বপ্ন গুলোকে।


আবারও যদি চোখ মেলে দেখতে চাই
ওই সকালের আলো,
যদি আবার আমার কালো কাঁচের চশমা খুলি,
জানতে চাই---সিগারেটের ধোঁয়ায় আবছা হয়ে যাওয়া আকাশ টা কি নীল আছে এখনও?


মদের নেশায় মগ্ন হয়ে থাকি, যেন থমকে যাওয়া সময় আর সেই মেয়েটার ছবি ,
একঘর লোকের সামনে আমাকে একা করে রেখেছে।
কোকেন এর একটা একটা নিঃশ্বাস যেন সমাজের সেই গঞ্জনা গুলোর থেকে আজ দিচ্ছে মুক্তি, মুক্তি------------
আচ্ছা আমি কি এখনো শেষ হয়ে যাইনি??
এখনও কি কিছু বাকি আছে???


জানো মা বলতো আমার চোখের তারা দুটো বাদামি,
মা বলতো -- " বাবু আমার সবার প্রিয় "
কিন্তু জানো বলতে কষ্ট হচ্ছে আমি না আমার মা কে অনেক দিন দেখিনি।
আর লোক এ নাকি আজকাল আমার লাল চোখের দিকে তাকাতে ভয় পায়,
মা থাকলে এটা হতো না বলো?
আমি মা এর কাছে যাবো


আচ্ছা ওই মেয়েটা কেমন আছে কেউ জানো?
খুব ভালো ছিলো , কি সুন্দর চোখের টান,
আর গলার সেই গান, তখন তো আর মদ ছিলোনা,
আমি শুনতে যেতাম, ওটাই যেন ছিল নেশার জিনিস।
বলতো আমাকে ছাড়া বাঁচবেনা,
কই আমার খবর নিলোনা তো একবারও।


সবই গেছে একটা একটা করে, শুধু এই রক্তমাংসের শরীর টা ছাড়া।
একটা একটা করে দিন শেষ হয়ে আসছে।
কবে শেষ হবে কে জানে।
শুধু সিগারেট টাই শেষ হয়ে যায় জীবন টা নয় !!!!