যেতে তো আমাকে হবেই,
আমার কি থাকার উপায় আছে?
পথিক আমি।
হেঁটে হেঁটে আসি যে আমি রোজ,
চাই যে ভিক্ষা তোমার কাছে
তোমার জীবনের কথা শোনাও আমাকে,
সুখের কথা, দুঃখের কথা।
হাসাতে চেষ্টা করি বারবার, তোমাকে –
কিন্তু যেতে তো আমাকে হবেই
পথিক আমি।


যতই না হোক ঝড়, নামুক বড় ঝঞ্ঝা
বৃষ্টি নামুক, হোক না বন্যা-
সে হোক রাস্তায় কিংবা তোমার বুকে,
আমি তো আছি তোমার সাথে-
কিন্তু – হাত বাড়িয়ে তোমার চোখের বৃষ্টি
পারবোনা আমি থামাতে , আমার তো নেই অধিকার তাতে,
কারণ
পথিক আমি।
যেতে আমাকে হবেই।


আমি যদি যাই থেকে, আসবে সে কীভাবে ?
যার অধিকার আছে তোমার
হৃদয় শরীর জুড়ে,
তার সাথে তো রাত্রি যাপন করতে হবে তোমায়,
ভাবলেই যে চোখ দুটো ভারী হয়ে আসে বেজায়।
তাই,
যেতে আমাকে হবেই,
পথিক আমি।