প্রায় এক যুগ পরে আজকে লিখতে বসলাম
বড্ড একা লাগছে নিজেকে ..
অবন্তিকা,
ঊনবিংশ শতাব্দীর শেষে এসে তোমাকে হারিয়ে ফেলেছিলাম!!
আর,
এখন বিংশ শতাব্দীর প্রায় শেষের দিক !!
অবন্তিকা,
তুমি কি আসবে ?
আমার সেই তাল পাতা দিয়ে সেপাই করা বাড়িটাই?
অপেক্ষা করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত বড্ড অসহায়!
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিছু ভয়, আর কিছু তোমার স্মৃতি
এগুলো নিয়ে আজকাল পড়ে থাকি রম্নার সেই বটতলায়!
অবন্তিকা
আমি একবিংশ শতাব্দী পর্যন্ত,
তোমার জন্য অপেক্ষা করবো
হয়তো তারপর আমি আর পৃথিবীতে থাকবো না,
কিন্তু তোমাকে পাওয়ার যেই অক্লান্ত পরিশ্রম আমার..