আমি কি অধীর আগ্রহে ছিলাম
স্নানের পর অপরুপ তোমাকে
দেখবার?
          তখনো তোমার শরীর থেকে
বাতাসকে বিবস্ত্র করে
বেড়িয়ে আসছে শ্যাম্পু আর সাবানের গন্ধ
আমি কি আচ্ছন্ন ছিলাম না
সেই বিমূর্ত বাতাসে?
কিন্তু এমন হবার কথা কি ছিল?
যে শরীর অধিকার করি না
সে শরীর কেন হাতছানি দেবে
যে স্বপ্ন শরীরী নয়
সে স্বপ্ন এমন পাল তুলে
কেন দিগ্বিদিক  ছুটে যাবে?
আমিতো পাল তোলা ডিঙ্গি নই
তবু কেন ডাক
সর্পিণী  ধরলা আমায়!