কেন এমন মুখ ভার করে বসে অাছ
তোমার ভীতর প্রবাহমান নদীইতো-
অামার অবগাহনের একমাত্র ভরসা
পাল তুলে ডিঙ্গি ভাসিয়ে
দিগ্বিদিক ছুটে চলা।
তোমার অস্তিত্বহীনতা আমার ধ্বংস
তোমার মুখে মেঘের ছায়া যখন-
তখন আমার চোখে কি দৃষ্টি থাকে?
আমিতো তখন জন্মান্ধ হয়ে ওঠি
মনে হয়-মাতৃজঠরের
অন্ধকার তখনো আচ্ছন্ন করে-
আছে আমায়।
তোমার মেঘাচ্ছন্ন এমন মুখ
অামি আর দেখতে চাই না প্রিয়
ভাবনার এলোমেলো
পাতাগুলো  ঝরে গেছে
আমি তুমিময়  
সে কথা তুমি ছাড়া আর কে আমাকে জানায়
আমিতো যাইনি ভুলে তোমায়


এবার অন্তত হাসো-
হে আমার ফুলের সৌরভ।