আমিতো এভাবে ভাবিনি কখনো
যদিও  হেঁটেছি পথ বহুকাল-
এ পথে, যে পথে তোমার ঘর-বাড়ি
এ পথের গাছপালা তরুলতা
কী আছে বল অপরিচিত?
শুধু তুমিই ছিলে পরিপূর্ণ কুয়াশায়-
ঢেকে যাওয়া পৃথিবীর মত
এক ধুম্রজাল।
আমার বোধ এবং বিশ্বাসের সীমানা
অতিক্রম  করে- আমার ভীতর
তুমি আজ জ্বলন্ত দৃশ্যপট।


তোমার হাসি আজো
স্বচ্ছ তালমিছরির মতো
তাকিয়ে আছে আমার-
বোধে ও বিশ্বাসে।