অধর অন্তরাল থেকে
এ কী তুমি
ঢেলে দিলে গড়ল
আমি সখি
বুদ আছি বিষে।
এমন যাতনার বিষ
ঢোকে ঢোকে করি পান
পেয়ালা ভরে।
এ সুখে করি চাষবাস
অনাবাদী জমি
কী সুখ পেয়েছি আমি
শস্য দানাতে
কী ভ্রমে অবহেলা
করেছি নিজের
স্বপ্নে বারমাস-তবু আমি
স্বপ্নহীন,
ছিলে কোথায় স্বপ্নময়ী!
কৃষকের সন্তান আমি
তবু ভুলে গিয়ে চাষবাস
করেছি
অন্ধকারের সঙ্গে সহবাস।
ফেরার পথে তাই
ফেলে আসা তোমাতে
তোমার বারানো বুকে
আমার আবাস।