কালো মেঘ অন্ধকারে রাতের আকাশ
চাঁদ তুমি আজ আড়ালের বাতি
এমনই করে কেটে যায় পহাড়-পাথর
জীবন,
আমিতো প্রেমের নামে করেছি শপথ
তোমাকে ছুঁয়ে আবার মাটী হব আমি
গভীর অন্ধকার থেকে ফোটাবো
বৃক্ষজাত সবুজ।কোন মানবীর প্রেম নয়
তোমারই জন্য
এতো আয়োজন,ভীত নই আমি
দাঁড়িয়ে আছি বরিব বলে
নিয়ে হাতে টকটকে লাল টিউলিপ।
এ সামান্য নৈবেদ্য আমার-
বিমুখ হইয়ো না তুমি- আমাকে গ্রহণ করিও
দুর্বোধ্য আমার।