রুপালীরা সবাই হারিয়েছে
নিজেকে নিয়মের দোষে,যদি
ফিরে দেখে কোন দিন,তাহলে
এমন আকাশে নখত্র ছাড়া কী
আর দেখবে? বিচ্ছুরিত আলো
চারিদিকে,পরিপক্ব ফলের মত
মোহনীয়,মধ্যবয়সী চাঁদ হাসে,
নিজেকে নিশ্চয় হারাবে -
খেয়ালের ভাসানে।তবু কেটে
যাবে অজস্র নখত্রপূর্ণ রাত
যা পরখ করবে না রুপালীদের
দু'চোখ,মিষ্টি পানিতে জলকেলী
কিছুটা সময়,খনিকের সংসারে।


তারপর ডুব দিবে গভীর সমুদ্রে
কষ্টগভীর নোনা জলে।