আমি লহু আর কলমের লালন করে যাব,
মনে যত ঝড় উঠবে, তা লিখে যেতে থাকব,
ভালোবাসার যে ব্যাথা ভরা সুখ, তা কুড়তে থাকব,
বিচ্ছেদের মাঝেও আমি উদার হতে থাকব ।


হ্যাঁ, সময়ের তিক্ততা এখন আরও বাড়বে ,
হ্যাঁ, শাসকেরা শাসনের খড়্গও চালাতে থাকবে,
এই তিতা সময়টা আমি গ্রহণ করেছি,
এই শাসনের খড়্গও আমার সহ্যে ,
যতক্ষণ শ্বাস আছে, এই ব্যাথার নিরাময় করতে থাকব ।


যতক্ষণ মদশালা নিরাপদ মদের লাল রঙে,
সে রঙেই প্রার্থনার ঘরগুলো রাঙিয়ে যেতে থাকব;
যতক্ষণ প্রতিটি কান্নার ফোঁটা জন্ম রক্ত হয়ে প্রবাহিত আমার হৃদপিন্ডে ।
ততোক্ষণ প্রিয়ার ঠোঁট ও চিবুকের জন্য রঙের জন্ম দিতে থাকব।
আলাদা চলার একটা বাতিকি চল চলছে ,
তার জন্য তোমাদের স্বাগতম -
প্রেম আবেদনেরও একটা চাহিদা আছে,
আর সেটাই আমি জাহির করতে থাকব