ঘুম  ভেঙে  গেল   মধ্যরাত্রে
একি   ঘোর   দুর্যোগ ,
ভোর   হতে   দেখি, দুর্যোগ   নয়
মানুষের   দুর্ভোগ  ।
ঝন্‌ ঝন্‌   ঝন্‌   শব্দ   শুনেছি  
খুচরো   পয়সা   বাজে ,
পাঁচশো   হাজার   শব্দ   তুলেছে  
নেই   তারা   আর কাজে  ।
বাতিল   হয়েছে   পাঁচশো-হাজার  নোট  
জাল - কালো   টাকা  
সব করো   ফাঁকা  
দুনিয়া   খেয়েছ   চোট।।
ব্যাঙ্কে   লাইন   মাথায়   পড়েছে   বাজ,
সব কাজ   ছেড়ে   ধনী  - দরিদ্র  
এক   হয়ে   গেছে   আজ  ।
রুজি  - রোজগারে   কারোর  পড়েছে   টান
তল্লাশি   হয়ে    কারো   খোয়া   গেছে   মান।
পাকড়াও   যত   কালো   আর জাল টাকা  
সময়   বদলে   সব  পড়ে   যাবে   চাপা  ।।