এই আমার মন, আমার অন্তর
অবিরত কথা বলা যে স্বভাব
তা আর নেই, পালিয়েছে অজানা এক কালো অন্ধকার
মেঘের মরীচিকা ।।


প্রেম, ভালবাসা, মোহ মায়া
সবই থেকেও, নেই
মায়া মমতা, অন্তরের আবেগ
সবই ঘুমিয়ে থাকে, ক্লান্ত ভারাক্রান্ত হয়ে ।।


শব্দ নেই, রঙ নেই
অনুভূতি??? মিট মিট করে হেসে থাকে
যদি অন্তর কথা বলে কখনো
কিন্তু হায় এই অন্তর, কথা বলার স্বর
নিভৃতে চেয়ে থাকে, আপন মনে ।


কবিতা বহুদিন পরে যেন
নড়েচড়ে বসলো-আকাশের তারা দেখে
দৃষ্টি একটু করে তাকিয়ে দেখলো
আলোকিত মমতার ছায়া দেখে
তবুও এ মন কোন কথা বলেনা ।।