এই মনটা না! কেন যেন ক্ষণে ক্ষণে চঞ্চলতায় কাঁপে
কখনো হাসে, কখনো কাঁদে কখনো আবার অস্থির
আনন্দের সেই চির চেনা রেখাটি কোথায় যেন পালিয়ে গেছে  ।


এই মনটা না! কি যেন খোঁজে, কোথায় যেন যেতে চায়
আশে পাশের সবকিছুকেই কেমন যেন সন্দেহ হয়
কেউ পাশে নেই, কাছে নেই, সাথে নেই, সবই মায়াজাল মনে হয় ।


এই মনটা না! নিরবে নিভৃতে অন্ধকারে সাঁতার কাটে যেন
আকাশ, নদী, পাহাড়, বনবনানী কত রাজ্যে শুধু শুধু ঘরে যেন
তারপরও স্বস্তি, শান্তি, সুখের সন্ধান কোথাও দেখা মেলেনি যেন ।


এই মনটা না! কি যেন বার বার খোঁজে, আপনমনে খোঁজে
সব আছে এই মনের, প্রেম, ভালবাসা, ধন-সম্পদ, বিত্ত বৈভব
কি খোঁজে যেন, মিথ্যা মরিচিকার মায়াময় পৃথিবীর সুখ! না তো ।।


সব আছে এই মনের, সুন্দর দিন, সুন্দর রাত, সুন্দর রুপ
সাজ পোষাক, বিচরন, স্বাধীনতা, চিন্তা চেতনা, কি নেই! সব আছে
তবুও অদেখা এই মনটি কেন যেন ভীষণ খারাপ, খুব খারাপ ।।