নিঝুম রাত নির্ঘুম রাত --
জোনাকিরা মিট মিট করছে গভীর আঁধারের মায়াতে
খুব ঘুম পেয়েছে তোমার দুচোখে জানি
নেই সঞ্জীবনী শক্তি এতটুকু এ মুহুর্তে তোমাতে ।।


তারার সাথে কথা বলি গান শুনি প্রেমের গল্প শেষ হয়নি আমার
মোর চারিপাশে তৃষাতুর পিউপাপিয়ার উৎকন্ঠার ডাক
আমার কি করে ঘুম আসবে তোমার মত করে??


দূরগগনে কালো মেঘের গর্জন বুকটা কেমন যেন উথলিযে উঠে
ব্যাকুল কোন কণ্ঠস্বর কিছুতেই আমাকে স্বস্তিতে দেইনা থাকতে
আগুনের ফুলকির লেলিহান শিখার মিনার দেখি অস্পষ্ট
তুমি অনুভব করো ?
এসব দেখে শান্তিতে বিশ্রাম কিভাবে নিতে পারি?


তোমার চোখে রাজ্যের বাসনার ঘুম জানি আমি সব
তবুও আমি দিতে পারছিনা এতটুকু সঙ্গ তোমার জন্য
তৃমি চলে যাবে তাই তোমার ভাল -চলে যেও এখনি
তুমি রবে তোমার শান্তিময়তার রাজ্যে
আমি অপেক্ষাতে জেগে থাকবো -
যদি শান্তি বারির স্রোতের বহতা আসে ক্ষনিকের তরে ।।
----