থেকেছি, জেনেছি রেখেছি যতনে
অন্তরের নিভৃত কোনে
অতি সযতনে, ভালবেসে ।।


জানি তুমি দূরে বহুদূরে বিভাজনে
নেই সংযোজনে, বাজিছে বেদনার করুন সুর
অযুত অযুত মমতার ছিন্নজাল ।।


পাহাড়ে সাগড়ে আকাশে পাতালে
বিভাজনের ধুম্রজাল এলোমেলো বিচরন
অস্থিরতার ত্রিমাত্রা হেলেদুলে চলে ।।


নেই, কিছু নেই,
শূন্যতার মহাসমুদ্র অসহায়
বক্ষতলে বিচ্ছেদের স্রোতধারা বহমান
সহস্র মায়ামমতার হিসাবে গড়মিল  
বিভাজনের যোগসূত্র ।।