বিষন্ন মনে অস্থিরতার চঞ্চলতা
প্রেম বিরহ বেদনার মিলন মেলা
খুব হাসোজ্জল বদনে চাহনি তোমার
কিন্তু ভিতরে প্রবাহমান
অস্থিরতার তরঙ্গমালা ।।


আজব তো, তুমি হাসছো?
হাসবেইতো , মেঘমালা যে অভিমান করেছে
জানো তুমি? তাতে তোমার কি আসে যায়
যন্ত্রনার সাগর তো শুকিয়ে আছে তোমার ।।


অস্থিরতার যন্ত্রনা তুমি জানো?
ভারাক্রান্ত মনের বেদনা তুমি দেখেছো?
বেদনার জলের রঙ দিয়ে খেলেছো কোনদিন?
চৈত্রের খরতাপে স্নান করেছো কখনো?


জানিতো আমি, খুব ভাল করেই জানি আমি
এসবের কিছুই নেই তোমার আশপাশ
নিরব নির্বিকার প্রাণহীন এক বস্তমাত্র
অনুভূতিহীন একটি অস্তিত্ব মাত্র ।।


ভারাক্রান্ত অস্থিরতা তোমার বিলাস মাত্র ।।