আমার নৈঋতে নিঃসীম মেঘ,
বরষা ছায় টিনের চালে, নিথর দ্বিপ্রহর;
পাখিরা গেছে থেমে উঠোনে গাছের ডালে,
যতনে বোনা নীড়ে –
ঝড় আসে ঝড়!


বুনো ফুলের রেণু ভেসে যায়,
কাল থেকে কালান্তর, পথ ভুলে আরো পথে,
ঘর থেকে অন্য ঘর—
মাতাল ভ্রমর!
চিরচঞ্চল প্লাবনবেগে
ভূধর-ভঙ্গে ফোটে ভূতল-নির্ঝর—
তপ্ত গরলস্রোতে ফেলেছি দ্যাখো
ক্লান্ত নোঙ্গর!


কেন এখনো দাঁড়িয়ে ঘাটে?
নেমে এসো, আমি ওপাড়ে বয়ে যাব,
কি জানি কি দিন আছে
এ দিনের পর!