ঠিক আমার পাশের হৃদয়টি দানবের আহার্য্য করে
জানালা খুলে আমি আজ আনমনা, ওদিকে অন্য আকাশ,
বাষ্পভেজা কবিতাপত্র, পরবাসী সুরস্রোত—
সতৃপ্ত সাধার জোটে অনন্য অবকাশ!
খঞ্জর-খণ্ডিত শোণিত-মণ্ডিত কত কত শরীরজ প্রেত-বন্ধু হে—
চুলোয় যাও, জ্বলে মর, গলায় বাঁধো ফাঁস,
আমি তো সুখে আছি!


সুকাব্য সুললিত লালিমা-বিগলিত সুষম আখ্যান
সুন্দরতম কথার অট্টালিকা, ভাষার ভাবান্তরে মুখ ঘুরিয়ে মত্ত—
বাস্তবের ধূম্রজাল ছেড়ে, কদর্য-কর্কষ-কপট-কুৎসিত-দুখে
উৎসারিত উদোল বেসুরো গান—
মন চায় তোমরা শোন!


আমি তো সেজেছি সঙ, আমি তো মেখেছি রঙ—
নানাবিধ, নানা ঢঙে, জং-ধরা মননযন্ত্রে কোন—
মানবিক মন্ত্রে আর যেন না লাগে পূজার পুষ্প-ঘ্রাণ,
আমি শুধু যূপকাষ্ঠে হয়েছি স্থির!


এই তো সুখে আছি।